এস. গুলবাগী, বগুড়া : ২৭ ডিসেম্বর বগুড়ায় আওয়ামীলীগের এক বিশেষ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী ৫জানুষারী অনুষ্ঠিতব্য নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাদকতা উলেখ করে বলেছেন এই নির্বাচন কেউ ঠেকাতে পারবেনা। তিনি যেকোন মূল্যে জনগণের স্বতস্ফুর্ত উপস্থিতিতে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কথা উলেখ করে বলেন, দেশে গনতন্ত্রের চর্চার ধারাবাহিকতা রক্ষায় ৫জানুয়ারীর নির্বাচন গুরুত্ববহ। গতকাল শুক্রবার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বিএনপি-জামায়াতের আন্দোলনকে অগণতান্ত্রিক মন্তব্য করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ অতীতে অনেক আন্দোলন করেছে। প্রয়োজনে আবারও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অগণতান্ত্রিক পন্থাকে রুখে দেওয়া হবে। জাতিসংঘ দূত তারানকোর মধ্যস্থতায় আলোচনার বিষয় উর্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বলেছিলাম হত্যা সন্ত্রাস বন্ধ করলে নির্বাচন পেছানোর কথা বিবেচনা করা যেতে পারে কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। আলোচনার পথ এখনও খোলা আছে উলেখ করে আমু বলেন, যদি হরতাল অবরোধ সহিংসতা বন্ধ করা হয় তাহলে আগামীতে আলাপ-আলোচনা শুরু করার বিষয়টি নতুন করে চিন্তা-ভাবনা করা যেতে পারে। তিনি বলেন, ৫জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মিকে মাঠে নামার আহবান জানান । যে সব এলাকায় নির্বাচন হচ্ছেনা সে সব এলাকার নেতাকর্মিদের নির্বাচনী এলাকায় কাজ করার কথা বলেন তিনি ।
জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দলের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বগুড়া(সারিয়াকান্দী-সোনাতলা) নির্বাচনী আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, শেরপুর-ধুনট নির্বাচনী আসনের সংসদ সদস্য হাবিবর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
এদিকে, মন্ত্রী বক্তব্য শুরুর পূর্বে টিটু মিলনায়তনের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ককটেল বিস্ফোরণের ঘটনায় মিলায়তনের ভেতরে-বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চারিদিকে কঠোর নিরাপত্তার মধ্যে কে বা কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। এঘটনার পরপরই পুলিশ সুপার মোজাম্মেল হক সেখানে ছুটে যান। তিনি জানিয়েছেন, আতংক ছড়াতেই কেউ এধরনের ঘটনা ঘটাতে পারে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।