আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে কয়েক দিন ধরে কমেছে দিনের তাপমাত্রা, বেড়েছে রাতের ঘন কুয়াশা। সেই সাথে হাড়কাঁপানো শীতে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডা জনিত রোগ। গত কয়েক দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নি¤œ আয়ের মানুষদের। ঘন কুয়াশা শীতকালীন সবজি ও ফসলের ক্ষতি আশঙ্কা করছেন উপজেলার পশ্চিম এলাকার কৃষকরা।
প্রতিনিয়ত শীতের তীব্রতা বাড়ায় আত্রাই নদীর অববাহিকার হত দরিদ্র মানুষ হয়ে পড়েছেন দিশেহারা। শীত বস্ত্রের অভাবে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র শিশু, বৃদ্ধ, খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। পাশাপাশি গবাদি পশুর মধ্যেও ছড়িয়ে পড়েছে নানা শীতজনিত রোগ। এভাবে সৈত্য প্রবাহ অব্যাহত থাকলে বীজতলা ও শাক-সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কৃষকরা জানান। উপজেলার পারকাসুন্দা গ্রামের দিনমুজুর হাতেম আলী জানান, শীতে তাদের কাজ নেই, তাই জীবন-ধারণও হয়ে পয়েছে কষ্ট সাধ্য। এসব মানুষ তাকিয়ে আছে এক টুকরা গরম কাপড়ের আশায়। কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায়ে গরম কাপড় বিতরনের কোন উদ্যোগ এখনো চোখে পড়েনি।