শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৮, ২০১৩ ৪:২৪ অপরাহ্ণ

gafargaon pic-04-27-12-13আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : বাংলাদেশে আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃত, কিংবদন্তী শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মদিন ২৯ ডিসেম্বর উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহস্থ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সংগ্রহশালার উপ-কীপার ড.বিজয় কৃষ্ণ বণিক।
প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রী এবং প্রতিবন্ধীসহ মোট পাঁচটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র/ছাত্রীরা ক-বিভাগে এবং আঁকার বিষয় উন্মুক্ত (ইচ্ছেমত), তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীরা খ-বিভাগে এবং আঁকার বিষয় শীতের সকাল, ষষ্ঠ শ্রেণি থেকে অস্টম শ্রেণির ছাত্র/ছাত্রীরা গ-বিভাগে এবং আঁকার বিষয় বাংলাদেশের নদী, নবম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীরা ঘ-বিভাগে এবং আঁকার বিষয় জয়নুল আবেদিনের পোর্ট্রেইট এবং প্রতিবন্ধীরা ঙ-বিভাগে এবং আঁকার বিষয় উন্মুক্ত (ইচ্ছেমত)। আঁকার মাধ্যম সকলের জন্য উন্মুক্ত ছিল। প্রতিযোগিতায় ক-বিভাগে ৫২ জন, খ-বিভাগে ৫৪ জন, গ-বিভাগে ২২জন, ঘ-বিভাগে ০১ জন এবং ঙ-বিভাগে ০১ জন প্রতিবন্ধীসহ মোট ১৩০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী ফরহাদ হোসেন তরফদার, প্রভাষক, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইন্সটিটিউট এবং শিল্পী মুহাম্মদ আব্দর রউফ, প্রভাষক, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইন্সটিটিউট,ময়মনসিংহ।
আগামী ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে শিল্পাচার্যের শততম জন্মদিন পালন উপলক্ষে সংগ্রহশালা আয়োজিত আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার এবং সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড.মোহীত উল আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। শিল্পাচার্যের জীবন ও কর্মের উপর আলোচনা করবেন শিল্পী আমিরুল ইসলাম,সাবেক অধ্যাপক, টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ এবং শিল্পী সিদ্ধার্থ দে, প্রভাষক, গ্রাফিক্স ডিজাইন বিভাগ, চারুকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন সংগ্রহশালার উপ-কীপার ড. বিজয় কৃষ্ণ বণিক এবং সভাপতিত্ব করবেন জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক, ময়মনসিংহ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!