নীলফামারী প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের রংপুর-৬ পীরগঞ্জ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী গণসংযোগে ৩১ ডিসেম্বর সৈয়দপুর হয়ে পীরগঞ্জে আসছেন। ওইদিন আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়ক পথে যাবেন। সেখানে আয়োহিত বেশ কয়েকটি পথসভা ও গণসংযোগে যোগ দেবেন। প্রধানমন্ত্রী দুপুরে তার নিজ বাসভবন জয় সদনে মধ্যহৃভোজের পর নিকটাত্বীয় ও নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন বিকেলে তিনি বিমানে সৈয়দপুর থেকে ঢাকা যাত্রা করবেন।