গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : রোববার রাজধানীতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসিকে সামনে রেখে জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলো ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে দিয়েছে ষ্টেশন কতৃপক্ষ। এছাড়াও ময়মনসিংহ-গফরগাঁও ও ঢাকাগামী লোকাল ট্রেনগুলো চলছে না।
পাশাপাশি ময়মনসিংহ-গফরগাঁও ও আসপাশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে ঢাকাগামী লোকাল ও বিলাশবহুল বাস চলাচলও বন্ধ হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকার উদ্দেশ্যে বের হওয়া কর্মজীবী মানুষসহ হাজার হাজার ট্রেনযাত্রী।
শনিবার দুপুরে গফরগাঁও ষ্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ি হতে ছেড়ে আসা আন্তঃনগর ‘যমুনা’ এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে পাঁটায় ও দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেণটি সকাল আটটায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এসে আটকা পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের একজন কর্মচারি জানান, উধ্বর্তন কতৃপক্ষের নিদের্শেই ট্রেণ চলাচল বন্ধ রয়েছে। আগামীকালও ট্রেন চলার সম্ভাবনা নেই। ময়মনসিংহ রেলষ্টেশন তত্ত¡বধায় (সুপারিন্টেনডেট) আবু তাহের ও প্লাটফর্ম স্টেশন মাস্টার মজিবুর রহমান নিজ নিজ কক্ষে ছিলেন না জানা গেছে। পরে স্টেশন তত্ত¡াবধায়ক আবু তাহেরের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে।
ঢাকার ইনসাফ বারাকা ইন্টারন্যাশনাল জেনারেল হসপিটালের চিকিৎসক ছালমা আক্তার গতকাল শনিবার গফরগাঁও রেলষ্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের জন্য এসে জানতে পারেন আজ আন্তঃনগর ও লোকাল কোন ট্রেনেই ঢাকা ও ময়মনসিংহে চলাচল করবে না। এ অবস্থায় বাধ্য হয়ে তিনি ফিরে যান।
যমুনা এক্সপ্রেস টেন ধরার জন্য গফরগাঁও ষ্টেশনে আসেন আনিস, জাহাঙ্গির, সোহেল, আনসারুল হক, নিসাত। তারা সকলেই ঢাকায় একটি ট্রেক্সটাইল মিলে চাকুরী করেন। এ সময় তারা জানান ট্রেন না থাকায় ঢাকা যেতে পারছেন না তারা। যদি আজকের মধ্যে ঢাকায় পৌছাতে না পারেন তাহলে তাদের চাকুরী থাকবে না বলে জানান তারা। তাদের এমন অসংখ্য যাত্রী গতকাল গফরগাঁও রেলষ্টেশনে ট্রেন বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েন।