টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিরোধী জোটের নৈরাজ্য, অবরোধ ও হরতালের প্রতিবাদে শহরে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
শনিবার বেলা ১২ টার দিকে মিছিলটি জেলা ছাত্রলীগ অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসের সামনে সমাবেশ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন, সাধারন সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীব প্রমুখ।