নীলফামারী প্রতিনিধি : আগামি ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হলেন শিল্পপতি জাফর ইকবাল সিদ্দিকী। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋন খেলাপির অবিযোগে বর্তমান মহাজোটের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টি উচ্চ আদালতে আপিল করা হয়। বৃহস্পতিবার মহামান্য হাইকোর্ট জাফর ইকবাল সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে রায় প্রদান করেন। এই খবর নির্বাচনী এলাকায় পৌঁছলে জাতীয় পার্টির উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। এই আসনে এখন আওয়ামী লীগ প্রার্থী আফতাব উদ্দিন সরকার (নৌকা), জাসদ প্রার্থী খায়রুল আলম (মশাল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নীলফামারী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাকীর হোসেন জানান, আদালতের কোনো আদেশ আমার কাছে আসেনি। আদালতের রায় ও নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।