শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজীবপুরে লক্ষমার্ত্রার চেয়ে তিন গুন ভুট্রার চাষ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০১৩ ৩:৫১ অপরাহ্ণ

27.12.13রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি   ব্রহ্মপুত্রের চর এলাকা এই বার ভুট্রার চাষ হয়েছে লক্ষ মার্ত্রার চেয়ে তিন   । কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ৩ টি ইউনিয়নে চলতি বছরে ব্যাপক পরিমানে ভুট্রার চাষ আবাদ হয়েছে। গত বারের বন্যায় কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুষিয়ে নিতে এই বছর ভুট্রা চাষের প্রতি ঝুকে পরেছে  কৃষক।
উপজেলার কৃষি অফিসের তথ্য অনুযায়ী এ বছর রাজীবপুর উপজেলায় ভুট্রা চাষের লক্ষ মার্ত্রা ধরা হয়েছিলো ৮০০ হেক্টর জমি । কিন্তু ভুট্রা চাষ লাভ জনক হওয়ায়  এই বছর  ভুট্রার চাষ হয়েছে লক্ষ মাত্রার চেয়ে দুইগুন বেশি  ।

Shamol Bangla Ads

সজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে যে  চর এলাকায় সবুজ রঙের ভুট্রায় সমারোহ।উপজেলার মোহনগঞ্জের ইউনিয়নের  কাজিমের চর ,শিকারপুর,নাওশলা, বড়বেড়, নয়ারচর ,সন্যাসী কান্দী,কোদালকাটি ইউনিয়নের ,চরসাজাই,চর রাজীবপুর ইউনিয়নের মরিচাকান্দী,করাতীপাড়া সহ বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যাস্ত সময় কাটাচ্ছে ভুট্রার ক্ষেত পরিচর্যা করে ।

শিকারপুর চরে কৃষক মোঃ সাইফুল ইসলাম বলেন ক্ষেতে আইলে ভুট্রা দেইয়া মোনডা ভইয়া যায় । কোদালকাটি গ্রামের কৃষক আনোয়ার বলেন ৪বিঘা জমিত ভুট্রা করছি, আশা করি ভুট্রার ফলন এবার ভাল হবে।বাজারে দাম পাইলে আমগো লাভ হইব।
রাজীবপুর উপজেলা কৃষি কর্মকতা আক্তারুজামান জানান,ভুট্রা চাষ অধিক লাভ জনক। আমাদের উপজেলার মাটি ভুট্রা চাষের জন্য উপযোগী আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের সব সময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!