টাঙ্গাইল প্রতিনিধি: বৃহস্পতিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ সড়ক অতিক্রম করার সময় উপজেলার কালিয়া বাজারে জোয়াহেরুল ইসলাম নামের এক প্রবীন শিক্ষকের মৃত্যু হয়েছে।জানাযায়, রাস্তা পারাপারের সময় এক মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলের সাথে ওই শিক্ষকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়। নিহত শিক্ষক সাড়াশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।অপর দিকে মোটর সাইকেল চালক গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।