শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহম্মদপুর তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ বাড়ি-ঘর ভাংচুর, লুট, মটরসাইকেলে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০১৩ ৬:০০ অপরাহ্ণ

Mohammadpur Picture-01, 27-12-2013 Mohammadpur Picture 27-12-2013মহম্মদপুর (মাগুরা) : মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে শুক্রবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষেও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে । সংঘর্ষ চলাকালীন সময়ে ৮টি বসত ঘর ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে ৩টি মোটরসাইকেল। পূনরয় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় গ্রাম পুলিশ আক্কাচ আলী জানান, বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের জন্য পিলার স্থাপনকে কেন্দ্র করে রামপুর গ্রামের চাচা আসাদ মোল্যা ও ভাতিজা মানিক মোল্যার মধ্যে বেশকিছু দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার সকালে চাচা-ভাতিজার মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে মানিক (২৫), জাহানারা (৫৫), স্বপ্না (২৪), সেলিম (৩৫), বুলু (৪০, হাশেম (৩২) কে মহম্মদপুর ও বুলবুল (৩৮) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় মানিক, সালাম ও সরোয়ারের ৮টি বসত ঘরে ব্যাপক ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার সময় মানিক মোল্যা পার্শ্ববর্তী কালিশংকরপুরের শ্বশুর বাড়িতে ফোন করলে সেখান থেকে ৩টি মোটরসাইকেলে কিছু লোকজন ঘটনাস্থলে আসে। প্রতিপক্ষের লোকজন তাদের সাথেও কথাকাটি শুরু করে। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে দুইটি পালসার ও একটি সিঙ্গার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা।

Shamol Bangla Ads

ঘটনাস্থল থেকে মহম্মদপুর থানার সেকেন্ড অফিসার এসআই নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!