নীলফামারী প্রতিনিধি : সম্প্রতি নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারসহ দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের শিশাতলী বাজারে সাংসদ আসাদুজ্জামান নূরের প্রত্যক্ষ সহযোগীতায় ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বজল কুমার ভৌমিক ব্যক্তিগত উদ্যোগে ২২৫টি পরিবারের মাঝে বিতরণ করনে । এসময় লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা ননী গোপাল নন্দ, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এটিএম বিদ্যৎ ও আইন সম্পাদক সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। স্বজল কুমার ভৌমিক জানান, লক্ষীচাপ ইউনিয়নে জামায়াত-শিবিরের হামালায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবার সহ এলাকার অসহায় দুঃস্থ ২২৫টি পরিবারের মাঝে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের প্রত্যক্ষ সহযোগীতায় একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও নীলফামারীর আরো ১৪টি ইউনিয়নে ৭৭৫পিচ কম্বল বিতন করা হবে জানান তিনি।