রামগঞ্জ(লক্ষীপুর)প্রতিনিধিঃ একুশে পদক প্রাপ্ত প্রবীন ফটো সাংবাদিক আফতাব আহমদ রাজধানী রামপুরা নিজ বাসায় ২৫ ডিসেম্বর দুর্বৃত্তের হাতে খুন হওয়া ঘটনার প্রতিবাদে ও খুনের রহস্য উন্মোচন করে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ২৭ ডিসেম্বর শুত্রæবার বিকাল ৩টায় রামগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে স্থানীয় সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ছায়েদ মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন পাটওয়ারী,সাধারন সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফ,সাংগঠনিক সম্পাদক আউয়াল হোসেন পাটওয়ারী, কোষাধক্ষ সোহরাব হোসেন,সাংবাদিক মাহিদুল ইসলাম জুয়েল,মোবারক হোসেন প্রমুখ । সাংবাদিক নেতৃবৃন্দ বলেন এ গুণি মানুষটির এমন নৃশংস খুনের ঘটনায় কিছুতে মেনে নেয়া যায় না । নিজ গৃহ মানুষের সব চেয়ে নিরাপদ স্থান বলে বিবেচিত । অথচ এখন এ দেশে বাস গৃহ পর্যন্ত পৌছে গেছে ঘাতকে থাবা । সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার ধারাবাহিকতা রাজধানীতে ঘটে গেছে বাস গৃহে খুনের ঘটনা । অপরাধী সনাক্ত না হলে শাস্তি না পেলে সমাজে অপরাধের রাজত্ব কায়েম হবে । বিপন্ন হবে জননিরাপত্তা তাই এ বিষয়ে অবহেলা কাম্য নয় । দ্রুত আফতাব আহমদের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ।