আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পুলিশ ও সাংবাদিকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাতুন ফেরদৌস (১২)। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা জাতপাড়া গ্রামের জালাল মন্ডলের কন্যা ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাতুন ফেরদৌসীর বিয়ে ঠিক করা হয় একই গ্রামের মকছেদ মোল্লার পুত্র নবম শ্রেণীর ছাত্র আবু সাইদ মোল্লার সাথে। গত বুধবার বিয়ের দিন তারিখ ধার্য করা হয়। সে অনুয়ায়ী গত বুধবার সন্ধ্যায় বর পক্ষের লোকজন বিয়ের প্রস্তুতি নিয়ে কনের বাড়িতে আসে। কালেমা পড়ানো হবে এমন সময় আত্রাই থানা পুলিশের উপস্থিতিতে পন্ড হয়ে যায় বাল্য বিয়েটি। এসময় বিয়ে পড়াতে আসা মৌলভী গ্রেফতারের ভয়ে পালিয়ে যায় বলে স্থানীয় সুত্র জানায়। বিয়ে বাড়িতে উপস্থিত লোতজনও ছুটাছুটি করতে শুরু করে। ওই লন্ডভন্ড পরিস্থিতিতে কন্যা পক্ষের ক্যাডাররা দৈনিক জনতার স্থানীয় সাংবাদিক নাজমুল হক নাহিদের উপর হামলা করতে উদ্যত হয়। এসময় আত্রাই থানার এসআই আব্দুর রাজ্জাক এসআই আবু সাইদ ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এরই ফাঁকে কিশোর বর পালিয়ে যায়।