নীলফামারী প্রতিনিধি : সরকারি সম্পদ রক্ষা এবং জানমালের নিরাপত্তা বিষয়ে সৈয়দপুরে বুধবার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।
পৌর মেয়রের সভাপতিত্বে মেয়রের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, সাংবাদিক কাজী জাহিদ, জিকরুল হক, এম ওমর ফারুক, নজরুল ইসলাম, আশফাক আহমেদ আশু প্রমুখ।
বক্তারা সকলেই সকল ধরনের নাশকতা বন্ধ করতে জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের জনগণের জানমালায় কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে ওই মতবিনিময় সভা করা হয়।