শ্যামলবাংলা বিনোদন : সম্প্রতি পেছনে লেগে থাকা নাছোড়বান্দা আলোকচিত্রীদের চোখ ফাঁকি দিতে দেয়াল টপকে পালিয়ে খবরের শিরোনাম হলেন বলিউড তারকা আনুশকা শর্মা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে বন্ধু-বান্ধবদের সঙ্গে ছবি দেখতে গিয়েছিলেন আনুশকা। ছবি দেখা শেষ করে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার পর পরই বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীদের উপস্থিতি টের পান তিনি। এসময় কয়েকজন আলোকচিত্রী তাঁর ছবিও তোলেন। একপর্যায়ে আলোকচিত্রীদের চোখ ফাঁকি দিতে গিয়ে দেয়াল টপকে লাফিয়ে পালিয়ে যান আনুশকা। দেয়ালের ওপাশেই রাস্তায় তাঁর জন্য অপেক্ষমাণ একটি গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে চলে যান তিনি। আনুশকার এমন অদ্ভুত আচরণে খুবই অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শী ও তার ভক্তরা।
উল্লেখ্য, এর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আনুশকার সখ্য গড়ে উঠেছিল। ১০ নভেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের ভারসোভা এলাকায় আনুশকার কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে দেখা যায় বিরাটকে। তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই জুটির প্রেমের খবরও বেশ চাউর হয় মিডিয়ায়।