শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন কেকেরচর ইউনিয়নের পশ্চিম রূপারপাড়া গ্রামের দিন মজুর আব্দুল মান্নান (৫০) এর গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু সহ বসত বাড়ির একটি ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় ওই ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ আব্দুল মান্নান জানান- প্রতিদিনের ন্যায় ফজরের নামাজের উদ্দেশ্যে ভোর ৪ টায় ঘুম থেকে জেগে উঠে বাড়ির আঙ্গিনায় পা রেখেই দেখি আমার গোয়াল ঘরে চারদিকে আগুন জ্বলছে। পরে বাড়ির সবাইকে চিৎকার করে ডেকে তুলতেই আগুনটি বসত বাড়ির একটি ঘরে পৌছে যায়। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে গোয়াল ঘরে অবস্থানরত ৫টি গরু আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে মারা যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। যেহেতু গোয়াল ঘরে আগুনের কোন উৎস ছিল না অতএব শত্রুপক্ষই ওই আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন।