স্টাফ রিপোর্টার : বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২৫ ডিসেম্বর বুধবার রাতে জেলা কালেক্টরেট ব্যাডমিন্টন মাঠে শেরপুর ক্লাব ও কাকলি স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরাফত ও পাপ্পু জুটি ৩-০ গেমে পলাশ ও বাদল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টূর্ণামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহবায়ক চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। ওই টুর্নামেন্টে ১৬ টি জুটি অংশ নেয়।