স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রাইভেটকারে ২৬ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেফতার হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অপু সরকার (২০) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজানগর এলাকার সুজিত সরকারের ছেলে। দুপুরে মাদক আইনে নিয়মিত মামলা ও ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় শেরপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, চুনারুঘাট থেকে শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নিজের চালনায় প্রাইভেটকারে করে ওই গাঁজা নিয়ে গ্রেফতারকৃত যুবক অপু সরকার বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে শহরের নবীনগর এলাকার তাজ ফিলিং স্টেশনে পৌছলে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে এসআই রিয়াদ হোসেনের নেতৃত্বে একদল থানা পুলিশ ওই কারে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে। পরে কার ও গাঁজাসহ গ্রেফতারকৃত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনায় আরও ২ জন জড়িত বলে পুলিশকে জানিয়েছে। ওই ঘটনায় এসআই রিয়াদ হোসেন বাদী হয়ে অপু সরকারসহ ৩জনকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত অপু সরকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে পেলে অনেক তথ্য পাওয়া সম্ভব হবে।