ইয়ানুর রহমান, যশোর : যশোরের মণিরামপুরে দিন দুপুরে কৃষকলীগ নেতা শফি কামালকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গরীবপুর গ্রামের মসজিদ মোড় নামক স্থানে ওই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি সমর্থিত এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে যৌথ বাহিনী।
জানা যায়, উল্লেখিত স্থানে বৃহস্পতিবার দুপুরে খেদাপাড়া ইউনিয়নে সাবেক সভাপতি শফি কামাল স্থানীয় আ’লীগ সমর্র্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে আ’লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এড. খান টিপু সুলতানের পক্ষে নৌকা প্রতীকের পোষ্টার টানাতে গেলে ওই এলাকার বিএনপি কর্মীরা তাতে বাঁধা দেয়। এ সময় শফি কামালের সাথে থাকা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ও আ’লীগ নেতা হাবিবুর রহমান স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পোষ্টার টানানোর চেষ্টা করেন। একপর্যায় ব্যর্থ হয়ে তারা পার্শ্ববর্তী গরীবপুর গ্রামের মসজিদের কাছে গিয়ে নেতা-কর্মীদের সাথে আলাপকালে দূর্বৃত্তরা তাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করে।
এসময় আওয়ামীলীগের অন্য নেতা-কর্মীরা দৌঁড়ে পালালেও শফি কামালকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে। নিহত শফি কামাল গরীবপুর গ্রামের মৃত হাজী আসাদুল্ল্যাহর ছেলে।
এঘটনার পর যৌথ বাহিনীর সদস্যরা খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জিএম ফারুককে পৌরসভার নিজ বাড়ি থেকে আটক করে। এর কিছুক্ষণ পর মণিরামপুর হাসপাতালের সামনে বিএনপি’র কর্মী রুহুল আমীনকে পিটিয়ে আহত করে উত্তেজিত আওয়ামীলীগ কর্মীরা। এরপর পুলিশ তাকেও আটক করে। এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।