মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা সাবদার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম সোনাপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, সড়কের গাছ কেটে অবরোধ করার মামলায় তাকে আটক করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, ১৮ দলের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে দমিয়ে রাখতে নেতা কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এলাকায় এখন গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।