পিরোজপুর প্রতিনিধি : বরিশাল-খুলনা বিভাগের মধ্যবর্তী পিরোজপুর জেলার অন্যতম কচা নদের গুরুত্বপূর্ন লক্কর-ঝক্কর মার্কা ইউটিলিটি ফেরির গ্যাংওয়ে আবারও ভেঙ্গে যাওয়ায় বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে বেকুটিয়া প্রান্তে অবস্থিত ফেরি টি মুখ থুবরে পড়ে আছে। ফলে পিরোজপুর-বরিশাল, পিরোজপুর-খুলনা, পিরোজপুর-ঝালকাঠিসহ অন্তত ৭ টি রুটের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফেরির ইজারাদার আজমীর হোসেন জানান, বরিশাল ফেরি ডিভিশনের কর্মকর্তাদের গাফিলতি ও অবহেলার কারনে প্রতিমাসেই ৮/১০ বার জরাজীর্ন লক্কর-ঝক্কর ফেরি, ফেরির পল্টুন ও গ্যাংওয়ে ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত এই রুটের যাত্রীদের অসহনীয় বিড়ম্বনায় পড়তে হয়।
ফেরির ওই ইজারাদার আরও জানান, খবর পেয়ে বেলা একটার দিকে বরিশাল থেকে ফেরি ডিভিশনের প্রকৌশলী মঞ্জুরুল হক ও ৪/৫ জন শ্রমিক ঘটনা স্থলে পৌছে কাজ শুরু করেছেন। তবে, কখন নাগাদ কাজ সম্পন্ন হবে বা কখন নাগাদ ফেরি চলাচর শুরু হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেননা।