বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনা-১ আসনে টুকুর সমর্থকদের আচণবিধি লংঘনের সুনির্দিষ্ট অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৫:৫১ অপরাহ্ণ
পাবনা-১ আসনে টুকুর সমর্থকদের আচণবিধি লংঘনের সুনির্দিষ্ট অভিযোগ

পাবনা প্রতিনিধি : সপ্তাহ শেষ হতে না হতেই পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকুর সমর্থকদের দ্বিতীয়বার হামলায় দুই জন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ২৫ ডিসেম্বর সন্ধ্যার দিকে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের বাকজান গ্রামে স্বতন্ত্র প্রার্থী ড. অধ্যাপক আবু সাইয়ীদের সমর্থকরা পোস্টার লাগানোর সময় টুকুর সমর্থকেরা আতর্কিত হামলা চালালে আঃ মালেক মোল­া (৫০) পিতা মৃত তফিজ মোল­া ও সেলিম (৩২) পিতা খালেক মোল­া মারাত্মভাবে জখম হয়। আহতদেরকে মুমুর্ষাবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকলা ইউনিয়নের মেম্বর আবু সাইদ শ্যামলবাংলাকে জানান, আহতদের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে বেড়া থানার ওসি জাহাঙ্গীর আলম মামলা নিতে  অস্বীকৃিত জানান। এ ব্যাপারে বেড়া সার্কেলের এ এস পি আবু বকর সিদ্দিকীর সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি জানেন না বলে জানান। উলে­খ্য গত ২২ ডিসেম্বর সাঁথিয়া উপজেলার নন্দনপুরে টুকুর সমর্থকেরা হামলা চালিয়ে মাহমুদ মাস্টার নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে আহত করে।
এদিকে আওয়ামীলীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকুর বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লংঘনের সুনির্দিষ্ট অভিযোগ এনে চেয়ারম্যান নির্বাচন তদন্ত কমিটি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী ড. অধ্যাপক আবু সাইয়ীদ। অভিযোগে বলা হয়েছে নির্বাচন আচরণবিধিমালা ২০০৮ সংশোধন পুর্বক (৫) বিধি ৭ এর (ক) উপবিধি (৩) পরিবর্তে প্রতিস্থাপিত ৩ উপবিধি অনুসারে প্রার্থী তার পোস্টার বা ব্যানারে নিজ প্রতিক ও নিজের ছবি ব্যাতিত অন্য কোন ব্যাক্তির ছবি বা প্রতিক ছাপাতে পারবেনা। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী পোস্টারে নিজের ছবির সাথে প্রধানমন্ত্রীর ছবি মুদ্রিত করে নির্বাচনী এলাকায় প্রচার কাজে ব্যবহার করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!