মো. গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনা পাইকগাছা প্রধান সড়কের কপিলমুনি হতে কাশিমনগর পর্যন্ত জনগুরুত্বপূর্ন ২ কিলোমিটার রাস্তা ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনীত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মো. নূরুল হক।
সাবেক এ এমপি’র পক্ষে ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে সংস্কারের কাজের উদ্বোধন করেন এমপি পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম। উল্লেখ্য দীর্ঘদিন সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ন এ সড়কে কপিলমুনি থেকে কাশিমনগর পর্যন্ত ২ কিলোমিটার প্রধান সড়কের বিভিন্ন স্থানে খানাখর্দে পরিণত হয়ে দীর্ঘদিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে গত কয়েকমাস যাবৎ ঢাকাগামী পরিবহন ও বাসমিনিবাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মানবেতর জীবন যাপন করছে পরিবহন শ্রমিক ও তাদের পরিবার। অবশেষে পাইকগাছা-কয়রা গড়ার কারিগর দশম জাতীয় সংসদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি নূরুল হকের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি¡ ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। তার মহৎ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ। উদ্ভোধন পূর্ব এক আলোচনাসভা স্থানীয় কাশিমনগর আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাসানুর রহমান হাসানের সভাপতিত্বে ও প্রনব কান্তি মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা মেতাহার হোসেন টুকু, দীপক কুমার মন্ডল, যুগোল কিশোর দে, সরদার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা জামাল হোসেন, আনন্দ মোহন বিশ্বাস, জিএম হারুন উপ রশিদ, ইকবল হোসেন খোকন, পরেশ মন্ডল, পবিত্র কুমার মন্ডল, তাপস কান্তি বসু, গৌতম কুমার সাহা, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমান, আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, হুমায়ুন কবির, আব্দুল সালাম, সাবেক ছাত্রনেতা জিয়াদুল ইসলাম জিয়া, দীপংকর মন্ডল, মতিউর রহমান, মশিয়ার রহমান, আব্দুর রাজ্জাক ফকির, রাজীব, মোস্তাফিজুর রহমান মিন্টু, বাচ্চু, ইদ্রিস, আসিফ ইকবল রনিসহ হরিঢালী, কপিলমুনি ইউনিয়নের আ’লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।