এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর ৪ টি সংসদীয় আসনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ও নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরীগঞ্জ) আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নীলফামারী-২ আসনে আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর ও নীলফামারী-৪ আসনে জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব শওকত চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুটি আসনের নির্বাচন ঘনিয়ে আসলেও প্রার্থী ও ভোটারদের কোন ধরণের নির্বাচনী প্রস্ততি চোখে পড়ছে না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানো কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া ভোটারদের মধ্যেও নির্বাচনী উত্তাপ কম থাকায় তারাও বেশ চিন্তিত হয়ে পড়েছে।