নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ দিননাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিনের ঘন কুয়াশা অর মাঝে মাঝে শীতল হাওয়া ওই শীতের তীব্রতাকে আরও বেড়ে দিয়েছে। শীতে ফুটপাতের দোকান গুলিতে পুরাতুন কাপড়ের কেনার জন্য সাধারন মানুষের ভীড় জমেছে। প্রায় প্রতিটি বাজার এলাকায় পুরাতুন কাপড়ের দোকান তো বসেছেই এর পাশাপাশা ফেরী করেও গরম কাপড় বিক্রি করা হচ্ছে। এদিকে শীতার্ত মানুষের মাঝে বিতরনের জন্য উপজেলার ৯ টি ইউনিয়নে সরকারী ভাবে মাত্র ৬৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার জেলা ত্রান কর্মকর্তা আঃ বাকী নবাবগঞ্জে আসলে বেশী কম্বল বরাদ্দ দেয়ার কথা জানালে তিনি বলেন ওই বরাদ্দ উপর থেকে রেসিও হিসাবে বন্টন করেই পাঠানো হয়েছে।