ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দূর্ঘটনায় রাজু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ডাকাবর সড়কে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় খৈলকুড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে। ওইসময় স্থানীয় জীবন (২০) ও আলমগীর (১৮) নামে আরও ২ যুবক আহত হয়।
জানা যায়, নিহত যুবক রাজু বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মোটর সাইকেলযোগে ঝিনাইগাতী বাজার থেকে নওকুচি শ্বশুরবাড়ী যাবার পথে ডাকাবর এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক রাজুসহ ৩ জন আহত হয়। তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাজুর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় জীবনকে জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।