এইচএম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ‘শ্যামলবাংলা২৪ডটকম’ এ ‘ঝালকাঠি-১ আসনের প্রার্থীদের ঘুম ভাঙ্গেনি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর নির্বাচনের মাত্র ৮ দিন বাকী থাকতে এখন ঘুম ভাঙ্গল জাতীয় পার্টির প্রার্থী প্রভাষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার এর। ঝালকাঠি -১ কাঠালিয়া-রাজাপুর আসনের জাতীয় পার্টি জাপার প্রার্থী ও কাঠালিয় উপজেলা জাপার সভাপতি প্রভাষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী তার নিজ এলাকা কাঠালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, দাসের বাড়ি, শৌলজালিয়া, সেন্টার হাট, বিনা পানি, বান্ধাগাটা, কৈখালী, আওয়ারাবুনিয়া ও রাজাপুরসহ সবকটি ইউনিয়নে দলীয় নেতা কর্মীদের নিয়ে গনসংযোগ ও লাঙ্গল প্রতিকের লিফলেট বিতরন করেন। ঝালকাঠি জেলায় শৌলজালিয়া ইউনিয়নে এই সব্র্ প্রথম জাতীয় সংসদ প্রার্থী প্রভাষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।