তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কুমিল্লায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক আটক করেছে যৌথবাহিনী। কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, আটক হওয়া ৫ জনের মধ্যে বিএনপির ৩ ও জামায়াত-শিবিরের ২ নেতাকর্মী রয়েছে। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা থেকে এক জন, বুড়িচং উপজেলা থেকে এক ও মুরাদনগর উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়। তবে, তাদের নামপরিচয় জানাতে পারে নি পুলিশ কন্ট্রোল রুম।