বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৮:৫৮ অপরাহ্ণ

A_chintai2তাপস চন্দ্র সরকার, কুমিল­া :  কুমিল­া চালকের গলা কেটে অটোরিক্সা ও নগদ ৩’শ টাকা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। গলা কাটা অটোরিক্সা চালক রুবেল নগরীর চম্পকনগর এলাকার ভাড়াটিয়া। তার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়। বুধবার রাত ৯টায় কুমিল­া সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- বুধবার রাত ৯টায় অটোরিক্সা চালক রুবেলকে ২ জন লোক নগরীর কান্দিরপাড় থেকে কুমিল­া সেনানিবাস সংলগ্ন নিমসার যাওয়ার ভাড়া করে। নিমসার গিয়ে চালককে নাস্তা করানোর পর তাকে কালির বাজার গিয়ে ভাড়া দিতে বলে জানায়। পরে চালক কালির বাজার যেতে অস্বীকৃতি জানালে তাকে অন্ধকারে গিয়ে কৌশলে ধরে তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পকেটে থাকা ৩’শ টাকা ও অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এ সময় চালক রুবেলের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রুবেল জানায়- ছিনতাইকারীদের মধ্যে একজনের বাড়ি নিমসার ও অপরজন ঠাকুরপাড়া এলাকার। ছিনতাইকৃত অটোরিক্সাটি চম্পকনগর এলাকার নুনু গাজীর। ভাড়া হিসেবে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!