কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। তবে এ যুদ্ধ ঢাল-তলোয়ার নিয়ে নয়, তাদের এ যুদ্ধ খাতা-কলম নিয়ে।
জানা যায়, কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়, বালীগাঁও উচ্চ বিদ্যালয়, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়, সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়, নাগরী সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয়, জামালপুর আর.এম বিদ্যাপীঠসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ভর্তি যুদ্ধ। আর এ দিকে অভিভাবকরাও উদ্বিগ্ন রয়েছে তাদের সন্তানদেরকে ভাল বিদ্যালয়ে ভর্তি করতে। সে কারণে তারা উপজেলার ভাল বিদ্যালয় গুলো থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষা দেয়াচ্ছেন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের প্রধান গেটে অভিভাবকদের প্রচন্ড ভীর। তারা উদ্বিগ্ন হয়ে বার বার ঘড়ির কাটার দিকে তাকাচ্ছেন আর সময় দেখছেন। আর ভেতরে তাদের সন্তানরা নেমেছে ভর্তি যুদ্ধে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণে গিয়ে বলেন, খুব সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপজেলার সেরা বিদ্যালয় গুলোতে মেধানুযায়ী ভর্তি করা হবে। কোন মেধাহীন ছাত্র-ছাত্রী সেরা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেনা।