শ্যামলবাংলা ডেস্ক : এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না রাশিয়া। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন সাংবাদিকদের ওইকথা জানিয়েছেন। এর আগে বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ।
ওই বৈঠকের প্রসঙ্গ তুলে সিইসি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, সেদেশে মধ্য ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সরকারি ছুটি থাকে। এ কারণে তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে পারছে না। এর আগে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।