মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ইসলামী ব্যাংক নওগাঁর মহাদেবপুর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের ৮শ’ জন শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাংক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান।
এ উপলক্ষ্যে শাখা ব্যবস্থাপক এভিপি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন, ব্যাংকের সেকেন্ড কর্মকর্তা আঃ সামাদ, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মাহমুদুল হাসান, মাওলানা মোঃ ফয়জুল ইসলাম প্রমুখ।