ভাণ্ডারিয়া (পিরোজপুর)সংবাদদাতাঃ ৪৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ উপজেলা পর্যায়ে ক্রিকেট,ভলিবল,ব্যডমিন্টন একক,দ্বৈত,টেবিল টেনিস একক ও দ্বৈত এ ছয়টি বিষয় চ্যম্পীয়ন ট্রফি সহ মোট ২০টি পুরস্কার অর্জন করে উপজেলা পর্যায়ে চ্যম্পীয়ন ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় । বালকদের বিভিন্ন ইভেন্টে বিহারী পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় চ্যম্পীয়ন। ২১ডিসেম্বর স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শুরু হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয় । ৫দিন ব্যপি ৭০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কাজী মাহবুবুর রশিদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী,অধ্যক্ষ আবুল বাসার বাদশা, প্রধান শিক্ষক শংকর দাস,শিক্ষক সঞ্জীব কুমার,ক্রীড়া শিক্ষক বিধান চক্রবর্তী,,মোঃ মেহেদি হাচান ও শফিকুল ইসলাম আজাদ প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , ক্রীড়া পরিচালনা কমিটি ও উপ কমিটি সদস্য অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য: ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৪২তম গ্রীষ্মকালীন খেলাধুধায় ফুটবলে বরিশাল বিভাগীয় চ্যম্পীয়ন ও খুলনায় রানার্স আপ ট্রফি অর্জন করে।