হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ । সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২৪ ডিসেম্বর গভীর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দেওয়ানগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ফটিকখালি ব্রীজের উপর একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ ও জনতা টের পেয়ে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় পুলিশ-জনতার প্রতিরোধে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও একটি পাইপগান ও একরাউন্ড গুলি ফেলে যায়। সেখান থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ওসি মীর মোশারফ হোসেন জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে এস আই খায়রুল ইসলামের নেতৃত্বে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।তাছাড়া অস্ত্র উদ্ধারসহ ডাকাত দলকে ধরতে সাড়াষি অভিযান অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।