মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর-১ (সদর- মুজিবনগর) আসনের সতন্ত্র প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলামের ফুটবল প্রতীকে সমর্থন লাভে মেহেরপুর শহরে মিছিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিক লীগ নেতা মতিয়ার রহমান, ফারুক হোসেন, রেজাউল হক, মজনু, যুবলীগ নেতা মাসুদুর রহমান, মামুন, মিনাজ, এছাড়া এস এম রাসেল, বেল্টু, বখতিয়ার প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।
মেহেরপুরের বিভিন্ন স্থানে থেকে জামায়াত-বিএনপি’র ৯ কর্মী ও সমর্থক গ্রেফতার
ভ্রাম্যমান আদালতে ২ জামায়াত কর্মীর দু’বছর করে জেল
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানার অভিযানে ৫ জন এবং সদর থানার অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
জানা যায়, হরতাল অবরোধে বিভিন্ন সমড়ে সড়কের ধারে সরকারী গাছ কাটা, অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা বিভিন্ন মামলার আসামি হিসেবে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হচ্ছেন- সদর উপজেলার আমঝুপি গ্রামের বিএনপি কর্মী মাসিদুল ইসলাম (৫৩) ও রাসিকুল ইসলাম (৩৭), রাজনগর গ্রামের জামায়াত কর্মী পল্লী চিকিৎসক আলেহীম হোসেন (৫২) ও মোমিন হোসেন (৩৫), গাংনী উপজেলার করমদি গ্রামের জামায়াত কর্মী নিয়াত আলী (৪০), বাবর আলী (৩৫), জাহিদুল ইসলাম (২২) ও সাইফুল ইসলাম (৩৫) এবং মহাম্মদপুর গ্রামের বিএনপি কর্মী বাবুল হোসেন (৩৫)। রাজনগরের দুজনকে রাজনগর সড়ক থেকে এবং বাকিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে গ্রেফতার হওয়া জামায়াত কর্মী আলেহীম ও মোমিন হোসেনের দুই বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দুপুর সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডের আদেশ দেন। সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে দন্ড বিধির ১৫২ ধারায় দোষি সাব্যস্ত করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। আদালতের আদেশে এ দু’জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুরের রাজনগরে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল
১৮ দলীয় জোটের ডাকা ৮৩ ঘন্টা অবরোধের চতুর্থ দিনে মেহেরপুরে তেমন কোন কর্মসুচী পালন করেনি জোটের নেতাকর্মীরা। তবে মেহেরপুর সদর উপজেলার রাজনগর এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে ঘোড়ামারা ব্রীজ এলাকায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে কয়েক মিনিটের এ ঝটিকা মিছিল করে। মিছিল শেষে ফিরে যাওয়ার সময় ফাঁকা স্থানে কয়েকটি ককটেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। বিকট শব্দে ককটেলগুলো বিষ্ফোরণ ঘটে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া এদিন অবরোধে রাজপথে আর কোন কর্মসুচী দেখা যায়নি। এদিকে অবরোধের কারনে আন্তঃজেলা ও দুরপাল্ল¬ার পরিবহন চলাচল বন্ধ ছিল। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে। গুরুত্বপুর্ণ স্থান ও সড়কগুলোতে সতর্ক টহল ছিল পুলিশ,র্যাব ও বিজিবি’র।
মেহেরপুর খোকসাতে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা তরুন ক্লাব ও লাইব্রেরির আয়োজন গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোকসা টি টুয়েন্টে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় গাংনীর বাঁশবাড়িয়া একাদশ ১২৩ রানে জয়লাভ করে।
সোলায়মান খার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএম পরিবহনের মালিক মোজাফ্ফর হোসেন মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য হাসিমুদ্দিন, মিজানুর রহমান মাষ্টার, প্রভাষক আলমগীর হোসেন। এলাকার ১৬টি দল ওই টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় গাংনী উপজেলার বাঁশবাড়িয়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে সদর উপজেলার সিংহাটি একাদশ সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করে।
মেহেরপুর জেলা জজ আদালত এলাকা থেকে মোটর সাইকেল চুরি!
মেহেরপুর জেলা জজ আদালত এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চোর মোটর সাইকেলটি চুরি করে মুজিবনগরের দিকে পালিয়ে যায়। এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে।
জানা যায়, মোটর সাইকেল মালিক মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নাজির আলীর ছেলে হাসান আলী তার নতুন অন টেস্ট টিভিএস মেট্রো মোটর সাইকেলটি জেলা জজ আদালতের নীচে রেখে আদালতের ভেতরে কাজে যান। ফেরার সময় তিনি দেখতে পান চোর তার মোটর সাইকেলটির তালা খুলে স্টার্ট দিচ্ছে। তিনি চোর চোর বলে চিৎকার দিলে লোকজন ছুটে আসার আগেই চোর মোটর সাইকেলটি নিয়ে মুজিবনগরের দিকে পালিয়ে যায়। এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ রেডিও সেটে জেলার বিভিন্ন থানা ও আইসি ক্যাম্প পুলিশে জানিয়েছে বলে জানান সদর থানা পুলিশ। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত মোটর সাইকেলটি উদ্ধার হয়নি।
মেহেরপুর বাড়িবাঁকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন
মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৬৬) সোমবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না — রাজেউন)। গতকাল মঙ্গলবার তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সকাল ৯ টায় বাড়িবাঁকা স্কুল মাঠে তার নামাজে জানাজার পূর্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি চৌকস দল তার লাশে গার্ড প্রদর্শন করেন। রাষ্ট্রের পক্ষে মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ফরিদ হোসেন সালাম গ্রহণ করেন। এসময় মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আব্দুর রশিদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
স্বামীর ঘরে না যেতে পেরে
মেহেরপুরের ইছাখালীতে প্রেমিকার বিষপানে আত্মহত্যা
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের আনারুল ইসলামের মেয়ে তমালিকা (১৭) বিষপান করে আত্মহত্যা করেছে। গত সোমবার রাতে ঘরে রাখা বিষ পান করে সে আত্মহত্যা করে। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের আনারুল ইসলামের মেয়ে তমালিকা (১৭) ও একই গ্রামের সদর আলীর ছেলে লালন প্রেমজ সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে প্রায় দেড় মাস আগে পালিয়ে গিয়ে বিয়ে করে। ওই ঘটনায় মেয়ের পিতা আনারুল বাদি হয়ে লালনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে। থানা পুলিশ তাদের স্বামী-স্ত্রী ২ জনকে আটক করে। পরে নাবালিকা মেয়ে হিসেবে তমালিকাকে তার বাবা-মার হেফাজতে দেয়। এদিকে সে লালনের ঘরে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠে এবং বাড়িতে বাবা-মার উপর চাপ বৃদ্ধি করে। সোমবার লালন তাকে নিতে গেলে তমালিকাকে তার বাবা-মা ঘরে তালা দিয়ে রাখে। রাগে ক্ষোভে তমালিকা ঘরে রাখা বিষ পান করে। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সে মারা যায়।