বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের তিন বনদস্যু আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৪:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের তিন বনদস্যু আটক

সাতক্ষীরা প্রতিনিধি :  গ্রামবাসি সুন্দরবনের জলদস্যু আমিনুল বাহিনীর তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা ব্রীজের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের জিয়াদ গাজীর ছেলে খোকন গাজী (৩২), একই উপজেলার কালিঞ্চি গ্রামের মোকছেদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৩২) ও খুলনা জেলার কয়রা উপজেলা সদরের ওয়াজেদ আলী সরদারের ছেলে খোকন সরদার (৩৫)।
চাঁদনীমুখা গ্রামের জালালউদ্দিন সরদার ও রহমত আলী জানান, সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার জন্য তারা কয়েকজন মঙ্গলবার সন্ধ্যা থেকে চাঁদনীমুখা ব্রীজের পাশে নৌকা মেরামত করছিলেন। রাত ৮টার দিকে গাইন বাড়ি থেকে দু’টি মোটর সাইকেলে চাঁদনীমুখা ব্রীজের পাশে আসে বনদস্যু আমিনুল বাহিনী প্রধান আমিনুলসহ চারজন। এ সময় তাদেরকে চিনতে পারলে ডাকাত ডাকাত বলে চিৎকার করায় আমিনুল পালিয়ে যায়। অপর তিনজনকে আটক করে বুড়িগোয়ালিনি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এনামুল হকের কাছে সোপর্দ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিঞা জানান, আটককৃত তিন বনদস্যু তাদের বাহিনী প্রধান ও গোলাবারুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ ঘটনায় আটককৃত তিনজনের নাম উল্লেখ করে বুড়িগোয়ালিনি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক এনামুল হক বাদি হয়ে গতকাল বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!