পাবনা প্রতিনিধি : বুধবার সকালে পাবনার সাঁথিয়ায় আমিরুল ইসলাম (২৩) নামের এক মাইক্রোবাস চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।
জানা যায়, আমিরুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ী থেকে বেড়া গ্যাস পাম্পে গ্যাস আনতে গিয়ে আর ফিরে আসেনি। বুধবার সকালে সাঁথিয়া উপজেলাধীন জোড়গাছা-মাঝগ্রাম সড়কের মুক্তার বিলের পশ্চিম পাশে বটতলা নামক স্থানে তার গলাকাটা লাশ দেখে এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রী বেশে মাইক্রোবাসটি ভাড়া করে আমিরুলকে হত্যা করে উক্ত স্থানে ফেলে মাইক্রোবাস নং (ঢাকা মেট্রো-গ -১২-৯৪৭৩) টি নিয়ে যায়। পরে মাইক্রোবাসটি পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, মাইক্রোবাসটি ছিনতাই করার উদ্দেশ্য এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।