বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হাঁসের ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৭:১৪ অপরাহ্ণ

Nihotoশ্রীবরদী  (শেরপুর) সংবাদদাতা : হাঁসের ধান খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর গ্রামে নান্ডা মিয়া (৭০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। নিহত নান্ডা মিয়া কাউনেরচর গ্রামের মৃত গেল্লা শেখের পুত্র। পুলিশ ওই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো কাউনের গ্রামের সুরুজ মিয়া, সামসুল হক, ফিরোজা বেগম, মমতা বেগম, লেবু মিয়া, মামুন ও উমর।
প্রত্যক্ষ ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে কাউনেরচর গ্রামে হাঁসের ধান খাওয়া নিয়ে নান্ডা মিয়ার সাথে একই গ্রামের সুরুজ মিয়ার কথা কাটাকাটি হয়, একপর্যায়ে সুরুজ গংরা নান্ডার উপর হামলা চালায়, এতে নান্ডা মিয়া নিহত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭জনকে আটক করে। শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান ও শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীবরদী থানার এসআই বশির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল সন্ধ্যায় এ প্রতিনিধিকে বলেন, ঘটনাস্থল থেকে ৭জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অত্র থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে কাউনেরচর এলাকায় দিন দুপুরে কৃষক খুনের ঘটনায় এলাকাবাসির মাঝে পুলিশ আতংক বিরাজ করছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!