রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সমবায় সমিতি গুলোর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার সমবায় সমিতির দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষন কর্মশালা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা সমবায় দপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা এ.কে.এম নজমুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতির সাঃ সম্পাদক ও সাংবাদিক এস এ বাবলু, ইনছানিয়া বহুমূখী সমবায় সমিতির সম্পাদক মোঃ গোলাম ফারুক প্রমূখ। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় উৎসাহ মূলক ৩ জন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।