রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এক ইউপি সদস্যকে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে দু’জনের নাম উলেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে। এ ঘটনাটি ঘটেছে, উপজেলার নাজিমখান অগ্রণী ব্যাংক সংলগ্ন স্থানে রবিবার রাত ৮ ঘটিকার সময়।
অভিযোগে প্রকাশ, উলিপুর উপজেলাধীন ঠুটাপাইকর ইউপি’র ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী পার্শ্ববর্তী নাজিমখান বাজারে ২২ ডিসেম্বর প্রয়োজনীয় কাজে সন্ধ্যার পর নাজিমখান বাজারে আসে। রাত আনুমানিক ৮ ঘটিকার সময় অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় পূর্বের পরিচিত মনারকুটি গ্রামের মৃত আব্দুল গফুর বসুনিয়ার পুত্র রাজা বসুনিয়া (৪০) ও একই এলাকার রহমান মাষ্টারের পুত্র মিজানুর রহমান (৩৫) দু’জনসহ ইউপি সদস্য আইয়ুব আলী চায়ের দোকানে চা খেয়ে গল্প শেষে বাহিরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আরও ৫-৬ জন মিলে ইউপি সদস্যকে বেধরক মারপিট করে এবং তার কাছে থাকা ৩ হাজার ৭শ’ ২২ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সন্ত্রাসীরা। পরে বিষয়টি স্থানীয়রা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে অবশেষে নিরুপায় হয়ে ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী মঙ্গলবার রাতে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।