ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ ইসলামপুর উপজেলার কাছিমার চর গ্রামের লেবু মিয়ার কন্যা তাসলিমা জাহান বেবীর সাথে শ্রীবদী উপজেলার কাকলাকুড়া গ্রামের রউফ সরকারের ছেলে মনির হোসেনের সাথে গত ২৩ আগষ্ট ২০০৭ সালে ১ লক্ষ ৪৯ হাজার ৯ শত ৯৯ টাকা মোহরানা ধার্য্য করিয়া পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবধ্য হয়ে ঘর সংসার করাকালীন মনির হোসেন ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকেব দাবী পুরন না করতে পারায় বেবীকে শারীরিক নির্যাতন করে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে বেবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১১(খ)(গ)/৩০ ধারা মোতাবেক স্বামী ও শ্বশুড়ের বিরোদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে।
পরে স্বামী ও শ্বশুড় বিজ্ঞ আদালতে হাজির হয়ে যৌতুক দাবী করবে না এই অঙ্গীকার নামা দিয়ে কোর্ট থেকে বেবীকে নিজ বাড়িতে নিয়ে আসে। কিছু দিন যেতে না যেতেই আবারও পুর্বের মত যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে বেবী জামালপুর বিজ্ঞ আদালতে মোহরানা ও ভরণপোষনের টাকা দাবী করে মামলা দায়ের করলে তার ভরণ পোষনবাবদ ও দেনমোহরের টাকা পরিশোধ করার জন্য বিজ্ঞ আদালত এক তরফা ডিগ্রী প্রদান করেন। আসামী পক্ষ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত ৮জুলাই/১৩ গ্রেফতারী ওয়ারেন্ট জারী করে শ্রীবর্দী থানায় প্রেরণ করেন। আসামী মনির হোসেন অদ্যাবধি গ্রেফতার হয়নি।