মেহের আমজাদ, মেহেরপুর : কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মুজিবনগরের সহযোগিতায় এবং আইএফডিসি’র আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন কার্যক্রমের আওতায় মহিলা কৃষকদের নিয়ে বুধবার দুপুরের মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী মাথাভাঙ্গা মাঠে গুটি ইউরিয়া প্রদর্শনী প্ল¬টের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


মোনাখালী ইউপি সদস্য আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপি ওয়ালমার্ট ফাউন্ডেশনের সহকারি প্রশিক্ষণ অফিসার তানজিনা তাহসিন। অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপি ওয়ালমার্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা-মেহেরপুরের ফিল্ড সুপার ভাইজার লাভলী আক্তার, মুজিবনগর কৃষি স¤প্রসারন অধিদপ্তরের এসএসপিপিও মিজানুর রহমান, মোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আসকার মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কৃষক চায়না খাতুন প্রমৃখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুজিবনগর কৃষি স¤প্রসারন অধিদপ্তরের এসএএও খসরু আলম।
প্রধান অতিথি তানজিনা তাহসিন তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে মহিলারা অনেক অবদান রেখে চলেছেন। সবজি চাষ ও সবজি চাষের সাথে আমাদের দেশের মহিলাদের একটি বিশাল অংশ কোন না কোন ভাবে জড়িত আছেন। তাই সবজি চাষের উপর তাদের প্রশিক্ষণ থাকা খুবই জরুরী। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টি বিষয়ক সতেচনতা সৃষ্ঠি করায় তাদের প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানে মোনাখালী গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী চায়না খাতুনের ফুলকপি’র প¬ট পরিদর্শন করা হয়। এ সময় তিনি বলেন, তিনি যশোর থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। চায়না খাতুন আরো বলেন, চলতি মৌসুমে তিনি মোনাখালী মাথাভাঙ্গা মাঠে ১০ শতক জমিতে ফুল কপির চাষ করেছেন। যার ৫ শতকে ৮ কেজি গুটি ইউরিয়া সার ও অপর ৫ শতকে ১৫ কেজি গুড়া ইউরিয়া সার ব্যবহার করেন। এতে সমপরিমান জমিতে গুটি ইউরিয়া সার কম ব্যবহার করেও ফলন পেয়েছেন দ্বিগুন।
