দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১(দুর্গাপুর-কলমাকান্দা)আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কলমাকান্দা উপজেলার কৃতি সন্তান ছবি বিশ্বাসের নির্বাচনী সমাবেশে একই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হরিণ প্রতীকে সতন্ত্র প্রার্থী শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর আপন ছোট বোন ঝুমা তালুকদার উপস্থিত হয়ে ছবি বিশ্বাসের সাথে একাত্ততা পোষন করে আপন ভাইয়ের বিরোদ্ধে অবস্থান নিয়ে দলীয় প্রার্থী ছবি বিশ্বাসের নৌকা প্রতিকে ভোট চাইলেন।
বুধবার আওয়ামীলীগ কার্যালয় চত্তরে অনুষ্টিত এক সমাবেশে ঝুমা তালুকদার আপন ভাইয়ের বিরোদ্ধে অবস্থান নিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন এবং ছবি বিশ্বাসকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের ভোটারদের কাছে আহবান জানালেন। এর আগে তিনি ঝানজাইল ইউনিয়নের বেশ কয়েকটি প্রাম ঘুরে এসে বাজারে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। এনিয়ে এলাকার ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন শুরু হয়েগেছে। সন্ধায় সমাবেশের আগে ছবি বিশ্বাস ও ঝুমা তালুকদার কে সঙ্গে নিয়ে এক মিছিল দুর্গাপুর শহর প্রদক্ষিন করে। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উসমান গণি তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যদেন আওয়ামীলীগের প্রার্থী ছবি বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খান,ভাইস চেয়ারম্যান নাজমূল সায়াদাৎ বাবুল,জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার,আলা উদ্দিন আল আজাদ,কামাল পাশা,ফখরুল ইসলাম ফিরোজ,আব্দুল হান্নান সহ অন্যান্যরা।