বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী পল্লীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শুভ বড় দিন উদযাপিত হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় গির্জায় সমবেত প্রার্থনা ও ক্রিস্টমাস ক্যারোল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছিল। উৎসবের আমেজে বিলাইছড়ির পাংখোপাড়া,লতাপাহাড়,যমুনাছড়ি বমপাড়া ও ঝান্ডিমোন এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বী পাংখোয়া ও বম সম্প্রদায় অনাবিল আনন্দে মেতে উঠেছিল।
এই উৎসবকে ঘিরে পাহাড়ের খ্রিস্টান পল্লীগুলোয় উৎসব মিলন,শান্তি ও মৈএীর এিবেণী বন্ধনে এক মিলন মেলায় পরিণত হয়েছিল। পাংখোয়া ও বম সম্প্রদায় আগের দিন গির্জায় প্রার্থনার পর রাতভর কীর্তন ও গানগেয়ে সময় কাটান আর ভোরে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে বাড়ী বাড়ী ঘুরে যুবক-যুবতী ও বয়োবৃদ্ধরা পিঠা খেয়ে উৎসব উপভোগ করেন। ২৫ ডিসেম্বর সকালে গির্জায় সমবেত প্রার্থনা ও বড় দিনের সঙ্গতি পরিবেশন হয়। এরপর প্রত্যেকে পরস্পরের সাথে শুভ বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
গির্জায় দান করা বিভিন্ন ফসল ও সামগ্রী স্থানীয়রা নিলামে অংশ নিয়ে ক্রয় করেছিল। আনন্দ ও হাসি-তামাসার মধ্যে নিলামের জিনিস কিনে ওরা টাকা গির্জার নির্দিষ্ট তহবিলে জমা দিয়েছিল। খ্রিস্টান পল্লীতে চাকমা,মারমা,তঞ্চঙ্গ্যা ও বাঙ্গালী জনগোষ্ঠীর লোকজন গিয়ে ওদেরকে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছিল। দুপুরে পাংখোপাড়া মাঠে বড় দিনের উৎসবে প্রধান অতিথি ছিলেন ভিক্টোরী টাইগার্স (৫ ইবিআর) তথা বিলইছড়ি সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর রায়হান আহমেদ। সাবেক উপজেলা চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়ার সার্বিক তত্বাবধানে উৎসবে উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা,এনজিও কর্মকর্তা লাল চোয়াক লিয়ানা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে পাংখোপাড়া হয়ে উঠেছিল অনন্য এক উৎসবের জনপদ। দুপুরে প্রধান অতিথি কর্তৃক বড়দিনের কেক কাটার পর ঐতিহ্যবাহী পুষ্পনৃত্য ও বাঁশনৃত্য পরিবেশন করেন স্থানীয় পাংখোয়া শিল্পীরা। দুপুরে অতিথিসহ সকলে মিলে সম্মিলিতভাবে বিশেষ খাবার খান। পরে সন্ধ্যায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড় দিনের উৎসবের সমাপ্তি ঘটে।