বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বরিশাল- ৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পার্টির সভাপতি , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ইসলামের নামে যারা সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, আমি এখানকার সংসদ সদস্য না হয়েও বাবুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়ী করতে সব ভেদাভেদ ভুলে বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী ও জেলা যুবমৈত্রীর সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান কে বিজয়ী করতে হাতুড়ী প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। সভায় উপস্থিত বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী ও জেলা যুবমৈত্রীর সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান তার বক্তব্যে বলেন, হাতুড়ী প্রতিক নিয়ে তিনি জয়ী হলে মুলাদী-বাবুগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন । গতকাল বুধবার বিকালে বাবুগঞ্জ উপজেলার বাহেরচর বাজারে উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, ঢাকা মহানগর আঃলীগ নেতা এনামুল হক আবুল , যুব মৈত্রীর কেন্দ্রিয় নেতা আতিকুর রহমান, জেলা ছাত্রমৈত্রীর সম্পাদক সুজন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু, আঃলীগের সহ সভাপতি আঃ মান্নান মাষ্টার, আমির হোসেন মাষ্টার, কামাল হোসেন, অধ্যাপক ইসহাক শরীফ , সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার, চাদপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, যুব মৈত্রীর সাধারন সম্পাদক হাসানুর রহমান পান্নু, আঃলীগ নেতা শওকত হোসেন হাওলাদার, কমরেড মিন্টু মাষ্টার, আলাউদ্দিন খান প্রমুখ।
অপরদিকে, সুগন্ধ্যা নদীর ভাঙ্গন রোধ ও আবুল কালাম কলেজ কে সরকারী করনের আশ্বাস দিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি গতকাল বুধবার সকাল ১০ টার সময় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া আবুল কালাম ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক আলহাজ্ব হাচান আলী শরীফের শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আবুল কালাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ শোক সভায় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন আরো বলেন, কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাসান আলী শরীফ ছিলেন শিক্ষানুরাগী ও সফল সমাজ সেবক এবং সাদা মনের মানুষ । তার অবদান ভোলার মত নয়। শোক সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহাম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, বরিশাল শিক্ষাবোর্ডের সচিব মোতালেব হাওলাদার, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন ,বরিশাল-৩ আসনের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। বক্তব্য রাখেন, আবুল কালাম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নূরুল ইসলাম, উপাধ্যক্ষ হারুন অর রশিদ, জাতীয় পার্টির আহবায়ক খালেদা ওহাব, জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহাম্মেদ, বরিশাল বাস মালিক সমিতির পক্ষে সবুর মলিক, অধ্যাপক ললিত চন্দ্র বৈরাগী, অধ্যাপক নজরুল হক নিলু, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রাজ্জাক শরীফ, চেয়ারম্যান আতাউর রহমান বাদল, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিকদার, ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, আঃলীগ নেতা মাছুম মাঝি প্রমুখ। শোক সভায় সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।