পাবনা প্রতিনিধি : পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাবনা থেকে মাইক্রোবাস যোগে কয়েকজন যাত্রী কাশিনাথপুর যাওয়ার পথে নগরবাড়ী-পাবনা মহাসড়কের পুষ্পপাড়া এলাকায় একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেড়া উপজেলার কাশিনাথপরের সেলিম হোসেন (৪০) ও রাজবাড়ী সদর উপজেলার আলম মিয়া (৩৬)। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।