পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে গ্রামবাসী অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে থানা পুলিশে কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মানান গ্রামে।
থানাসূত্রে জানাগেছে, বুধবার রাত ২টার দিকে ফরিদপুর উপজেলার মানান গ্রামে হাজী পাষান আলীর পেয়াজ খেতে বসে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মিটিং করছিল। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালানোর সময় গ্রামবাসী ২ জন ডাকাতকে আটক করে। খবর পেয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নায়েব আলী ও আজাদ প্রাং নামের ওই ২ ডাকাত কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের দেহ তলাসি করে ২রাউন্ড গুলি, ১টি দেশী তৈরি সাটার গান ও ১টি দা উদ্ধার করা হয়। এ ব্যপারে ফরিদপুর থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১১ও১২ তাং ২৫/১২/১৩ইং। এ মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম তালুকদার জানান, গ্রেপ্তারকৃত ২ ডাকাত হচ্ছে, এ উপজেলার কুচলিয়া গ্রামের তাহের প্রাং এর পুত্র নায়েব আলী (৩৮) ও পুরাতন মৌদ গ্রামের আব্দুল জলিলের পুত্র আজাদ প্রাং(২৮)।