দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্ব্য কেন্দ্রের ডিপিকো-৭ প্রকল্পের আয়োজনে প্রোজেক্ট কম্বল এর সহযোগীতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব,দুঃস্থ, পঙ্গু,প্রতিবন্দী,আদিবাসী সহ ৪০০ জন নারী পুরুষের মাঝে বুধবার উপজেলা নৃ-তাত্তিক আদিবাসী অডিটরিয়ামে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডিএসকের প্রক্ল্প সমন্বয়কারী মর্তুজ আলী,সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল,ধ্র“ব সরকার,নিতাই সাহা ডিএসকের প্রজেক্ট সহকারী শফিকুল ইসলাম,গোলাম মোস্তফা ও প্রোজেক্ট কম্বল এর প্রতিনিধি সাইফুল্্যাহ মিঠু।