তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর ব্যুরো: কুমিলার তিতাসে পঞ্চার্শোধ এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার উলুকান্দি গ্রামের পশ্চিম পাড়ার কবরস্থান থেকে স্থানীয় লোকের সংবাদে তিতাস থানার এসআই জাকিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, লাশটির পরনে সাদা চেকের লুঙ্গি, সাদা হাফ হাতা গেঞ্জি, গোলাপী রংয়ের ফুলহাতা শার্ট, মাথায় টাক দুই পাশে সাদা চুল ও মুখের থুতনিতে অল্পকিছু সাদা দাঁড়ি ছিলো। ধারনা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে অন্য কোন স্থান থেকে মেরে এই স্থানটি নির্জন বিধায় এখানে ফেলে রেখে গেছে। লাশটি দেখার জন্য সকাল থেকেই দিগ¦ীদিক থেকে শত শত নারী-পুরুষ ছুটে আসছে। পুর্বশত্রুতার জের কিংবা জায়গা জমি সংক্রান্ত বিষয়ের ব্যপারে এই খুন করা হতে পারে বলে অনেকেই গুঞ্জন করতে শুনা যায়। এব্যাপারে তিতাস থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ কুমিলা মর্গে প্রেরন করা হয়েছে।




