ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠিতে হত দরিদ্রদের মাঝে বুধবার সকাল ৯টায় ফ্রি স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম প্রধান অথিথি ছিলেন। অন্যদের মধ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রউফ,শাভা ব্যাবস্থাপক মোঃ সরোয়ার হোসাইন, ডাঃ মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ৪,শত হতদরিদ্রর মাঝে শীত বস্ত্র বিতরন ও ১৫০ জনকে ফ্রি চিকিৎসা দেয়া হয়।
অপরদিকে ঝালকাঠির সিটি ক্লাব ও পাঠাগার এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক দুস্থ অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে। জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোঃ ইকবাল কবির ও শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। সিটি ক্লাবের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম লিটন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শহিদুজ্জামান অশ্রুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল- র্যালি, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল।